Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৯ পিএম

মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া!

মার্কিন ড্রোন। ফাইল ছবি

রাশিয়ার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করছে ওয়াশিংটন। গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপলীর কাছে এটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ পাওয়ার পর যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের দায়িত্বে থাকা জেনারেল স্টিফেন টাউনস্যান্ড এমন দাবি করেন।  খবর ইয়েনি শাফাক।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন ভূপাতিতর ঘটনায় মস্কোর ক্রমবর্ধমান পেশী শক্তির ভূমিকার বিষয়টি উঠে এসেছে। বলা হয়েছে, লিবিয়ার গৃহযুদ্ধে পূর্ব লিবিয়া ভিত্তিক কমান্ডার খলিফা হাফতার পক্ষে রাশিয়ান ভাড়াটে সেনারা কাজ করছে।

খলিফা হাফতার রাজধানী ত্রিপোলি দখল করতে চেয়েছিলেন।  যা এখন লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের (জিএনএ) অধীনে রয়েছে।

আফ্রিকা কমান্ডের নেতৃত্বদানকারী মার্কিন সেনা জেনারেল স্টিফেন টাউনস্যান্ড বলেছেন, বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণকারীরা হামলার সময় জানত না এটি যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান হিল।  

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে কোনো প্রকার ব্যাখ্যা ছাড়া টাউনস্যান্ড বলেন, তারা নিশ্চিতভাবে জানে এটি এখানকার; তবে এটি ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলছে এটি কোথায় জানি না, তবে আমি এটা কিনছি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম