Logo
Logo
×

আন্তর্জাতিক

রিপাবলিকানদের মতে আব্রাহাম লিংকনের চেয়ে ট্রাম্প ভালো প্রেসিডেন্ট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ এএম

রিপাবলিকানদের মতে আব্রাহাম লিংকনের চেয়ে ট্রাম্প ভালো প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চেয়ে প্রেসিডেন্ট হিসেবে অনেক ভালো ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক এক জরিপে রিপাবলিকান দলের ৫৩ শতাংশ সমর্থক এই মত দিয়েছেন। খবর নিউজউইকের।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দি ইকোনমিস্ট ও ইউগভ নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে মার্কিন রাজনীতি নিয়ে একটি জরিপ পরিচালনা করে।

এতে ১৮৬১-৬৫ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা আব্রাহাম লিংকনের সঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তুলনামূলক একটি প্রশ্ন ছিল।

ওই প্রশ্নের জবাবে রিপাবলিকান দলের সমর্থকদের ৫৩ শতাংশ গৃহযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসা এবং দাসপ্রথা বিলুপ্ত করা সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চেয়ে ডোনাল্ড ট্রাম্প ভালো বলে মত দিয়েছেন।

বলার অপেক্ষা রাখে না যে, এই একই প্রশ্নের একেবারে বিপরীত উত্তর এসেছে ডেমোক্র্যাট হিসেবে পরিচিত ও স্বাধীন ভোটারদের কাছ থেকে।

দুজন রিপাবলিকান প্রেসিডেন্টের মধ্যে ডেমোক্র্যাটরা বেছে নিয়েছেন আব্রাহাম লিংকনকেই। লিংকনের পক্ষে মত দিয়েছেন ৯৪ শতাংশ ডেমোক্র্যাট।

একই মত দিয়েছেন আর স্বাধীন ভোটার হিসেবে পরিচিতদের ৭৮ শতাংশ। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশই অবশ্য এ দলে রয়েছেন।

অভিশংসন তদন্ত চলাকালে ডোনাল্ড ট্রাম্পের প্রতি রিপাবলিকান দলের সমর্থকদের এই আস্থা বেশ গুরুত্বপূর্ণ।

কারণ অভিশংসন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে সিনেট থেকে, যেখানে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ।

জরিপের এ ফল দেখে তার প্রতিক্রিয়ায় অভিনেতা বিলি ব্যাল্ডউইন বলেন, এর মানে হচ্ছে– রিপাবলিকানদের ৫৩ শতাংশই জানে না যে, আব্রাহাম লিংকন কে ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম