
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
পুত্রসন্তান না হওয়ায় অসন্তুষ্ট দাদি, কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ এএম

গ্রেফতারকৃত পরমেশ্বরী। ফাইল ছবি
আরও পড়ুন
ছেলের বউয়ের পুত্রসন্তান না হওয়ায় অসন্তুষ্ট হয়ে নবজাতক কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন দাদি।
এ ঘটনায় শিশুটির দাদিকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার রাতে ভারতের বেঙ্গালুরুর মেদারাল্লি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, পুত্র সন্তানের আশা নিয়ে সন্তানসম্ভবা পুত্রবধূ তামিলসেলভিকে হাসপাতালে ভর্তি করেছিলেন শাশুড়ি।
কিন্তু ওই গৃহবধূ ফুটফুটে একটি কন্যাশিশুর জন্ম দেন। পুত্রসন্তান জন্ম না নেয়ায় অসন্তুষ্ট হন শাশুড়ি। এরপর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া মা ও শিশুকে।
প্রতিবেদনে বলা হয়, শাশুড়ির কাছে নবজাতককে রেখে গোসল করতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে মেয়েকে না দেখে শাশুড়িকে কাছে জানতে চান।
শাশুড়ি জানান, কিছু লোক জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল। তারাই শিশুটিকে কেড়ে নিয়ে গেছে।
এ ঘটনা শুনে সন্দেহ হয় ওই গৃহবধূর। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তল্লাশি চালিয়ে বাড়ির সংলগ্ন একটি খালি জায়গায় শিশুটির মরদেহ পায়।
তারপর শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন শিশুটির দাদি পরমেশ্বরী। পরে তাকে গ্রেফতার করা হয়।