Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্দোলনের মুখে মাল্টার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ এএম

আন্দোলনের মুখে মাল্টার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

মাল্টার অনুসন্ধানী নারী সাংবাদিক ডাফনে কারুয়ানা গালিজার হত্যাকাণ্ডের জের ধরে দেশজুড়ে চলা বিক্ষোভের অবসান ঘটাতে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে আগামী ১২ জানুয়ারি মাসকট পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। খবর বিবিসির।

ক্ষমতাসীন দল লেবার পার্টি তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করা পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

মাসকট তার ভাষণে বলেন, আমি মনে করি মাল্টার একটি নতুন শুরু হওয়া খুবই প্রয়োজন। সেটির জন্য আমি কেবল একটি সবুজ সংকেতই দিতে পারি।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটিতে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন অনুসন্ধানী নারী সাংবাদিক ডাফনে কারুয়ানা গালিয়াজা।

তিনি মাল্টার বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান করছিলেন। এ সময় অভিযোগ ওঠে দেশের দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার ভয়েই ব্যবসায়ীদের সঙ্গে মিলে সরকার এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।

প্রধানমন্ত্রী মাসকাটের চিফ অব স্টাফও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন।

জোসেফ মাসকাট বিপুল ভোটে জয় নিয়ে টানা দুবার দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম