Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করল ইয়েমেন (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০২:২৪ পিএম

সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করল ইয়েমেন (ভিডিও)

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন।

ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় শুক্রবার সকালে সৌদি আরবের ওই হেলিকপ্টার ধ্বংস করা হয়। খবর সিনহুয়া ও আলজাজিরার।

ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট প্রাণ হারিয়েছেন। ক্ষেপণাস্ত্রের সাহায্যে একে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আঘাত হানে। এ সময় ইয়েমেনের যোদ্ধারা সমবেত কণ্ঠে ইসরাইল ধ্বংস হোক এবং আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দিতে থাকেন।
 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম