Logo
Logo
×

আন্তর্জাতিক

২ মাস ধরে কাশি, অতঃপর রোগীর গলা থেকে যা বের হলো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০১:৫২ এএম

২ মাস ধরে কাশি, অতঃপর রোগীর গলা থেকে যা বের হলো

স্থানীয় চিকিৎসকদের থেকে নানা ধরনের ওষুধ এনে সেবন করেছেন নিয়মিত, ঘরোয়া টোটকাও চালিয়েছেন।

তবু দুই মাস ধরে কেশেই যাচ্ছিলেন বৃদ্ধ। কাশি থামার কোনো লক্ষণই দেখছিলেন না তিনি।

দিন দিন কাশি বেড়েই চলছিল, সঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্ট।

কোনো কিছুতেই ফল না মেলায় শেষমেশ হাসপাতালে ভর্তি হলেন সেই বৃদ্ধ।  
চিকিত্সকরা ওই বৃদ্ধের নাক আর গলা পরীক্ষা করে রীতিমতো হতভম্ব। ওই ব্যক্তির গলায় বাসা বেঁধেছে ৪ ইঞ্চি লম্বা দুটি জোঁক! খবর ডেইলি মেইলের।

সঙ্গে সঙ্গে চিকিৎসরা জীবিত জোঁক দুটি বের করে আনলে কাশি হাওয়া হয়ে যায় ওই বৃদ্ধের। একেবারে সুস্থ হয়ে ওঠেন তিনি।

অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে চীনের জিংওয়েন শহরের লংগিয়ানের উপিং কাউন্টি হাসপাতালে। ভুক্তোভোগী ওই রোগীর নাম মিস্টার লি।

ডেইলি মেইল জানায়, ৬০ বছর বয়সী জিংওয়েন শহরের উপিং কাউন্টি হাসপাতালে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন।
চিকিৎসকদের বৃদ্ধ জানান, বিগত দুই মাস ধরে তার অনবরত কাশি হচ্ছে। কাশতে কাশতে রক্ত বের হচ্ছে কখনও। এর সঙ্গে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। এত ওষুধপত্র নেয়ার পরও কাজ হচ্ছে না।

বৃদ্ধের এমন কথায় চিকিৎসকরা তার বুকের সিটিস্ক্যান করেন। সিটিস্ক্যান রিপোর্টে অস্বাভাবিক কিছুই ধরা পড়েনি। এর পর চিকিৎসকরা তার ব্রঙ্কোস্কপি করার সিদ্ধান্ত নেন। আর সে পরীক্ষায় ধরা পড়ে যে, বৃদ্ধের নাক আর গলার ভেতরে দুটি জীবিত জোঁক আটকে আছে।

স্থানীয় সংবাদমাধ্যমকে চিকিৎসক ড. ঝ্যাং ড্যাগং জানিয়েছেন, এই দুটি জ্যান্ত জোঁকের কারণেই বৃদ্ধের শ্বাসকষ্ট হচ্ছিল। তাই টানা দুই মাস অনবরত কাশছিলেন তিনি। ঠাণ্ডাজনিত কারণে এসব হচ্ছিল না। অথচ তিনি নিয়মিত সর্দি-কফের ওষুধ সেবন করে যাচ্ছিলেন।

সূত্র: ডেইলি মেইল, মিরর

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম