
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১২:২৬ পিএম
চমক দেখিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করল বিজেপি জোট

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:৫৯ পিএম

আরও পড়ুন
ভোটের ফল ঘোষণার একমাস পর ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন করেছেন বিজেপি জোট।
নানা নাটকীয়তার পর শনিবার সকালে বিজেপির দেবেন্দ্র ফডনবিশ দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর শপথ নেন। খবর এনডিটিভির।
আরব সাগর পাড়ের রাজ্যটির সরকার গঠন নিয়ে কংগ্রেস, শিব সেনাকে নিয়ে নানা নাটকীয়তা, ক্ষমতা ভাগাভাগির সমীকরণ, আশ্বাস, প্রতিশ্রুতি আর জোট ভাঙা-গড়ার খেলার পর শেষ পর্যন্ত এখানে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।
ভোটের ফল ঘোষণার একমাস পর বিজেপি-এনসিপির এই ‘হঠাৎ জোট’ কংগ্রেস ও শিব সেনাকে ‘স্তম্ভিত’ করে দিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে।
চমক হিসেবে সরকারের শরিক দল এনসিপির শীর্ষ নেতা শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারকে নতুন মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রী করা হয়েছে। তবে শারদ পাওয়ার বলেছেন, বিজেপির সঙ্গে জোট গড়ার বিষয়ে অজিত তাকে কিছুই জানায়নি। এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গেই ছিল শিব সেনা, কেন্দ্রের সরকারেও তাদের অংশীদারিত্ব ছিল। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সেই জোটে ফাটল ধরার পর তারা কংগ্রেস-এনসিপি জোটের সঙ্গে সরকার গঠনে দরকষাকষি শুরু করে।
তিন দলের আলোচনা শুক্রবার ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে এবং শিগগিরই তারা মহারাষ্ট্রে একটি জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো ইঙ্গিতও দিয়েছিল। শনিবার সকালে দেখা গেল উল্টো চিত্র।
অক্টোবরের ভোটে ২৮৮টি আসনের ১০৫টিতে জিতে বিজেপি ভারতের পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।
কিন্তু জোটসঙ্গী, ৫৬টি আসন জেতা শিব সেনার সঙ্গে নতুন সরকার নিয়ে মতের মিল না হওয়ায় প্রথম দফায় তারা সরকার গঠনে ব্যর্থ হয়।
বিরোধী জোটের এনসিপি ও কংগ্রেস জিতেছিল যথাক্রমে ৫৪ ও ৪৪টি আসন। ফডনবিশ-অজিতের শপথ গ্রহণের ঘটনাকে ‘পেছন থেকে ছুরি মারা’ অ্যাখ্যা দিয়েছে শিব সেনা।