
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১২:৫২ পিএম
শিশুদের রক্ষায় ইন্দোনেশিয়ার ব্যতিক্রমী উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:২৮ পিএম

ইন্টারনেট থেকে ইন্দোনেশিয়ার শিশুদের দূরে রাখতে মুরগির বাচ্চা এবং মরিচের বীজ দেয়া হয়েছে। ছবি- সংগৃহীত
আরও পড়ুন
কোমলমতি শিশুদের ইন্টারনেটের প্রতি আসক্তি কমাতে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার একটি শহর কর্তৃপক্ষ।
জানা গেছে, ইন্টারনেট থেকে দেশটির শিশুদের দূরে রাখতে মুরগির বাচ্চা এবং মরিচের বীজ দেয়া হয়েছে।
সিএনএন জানায়, রাজধানী জাকার্তার দক্ষিণ-পশ্চিমে বানডাং শহর কর্তৃপক্ষ দুই হাজার মুরগির বাচ্চা ও দেড় হাজার মরিচের বীজ বিতরণ করেছে।
শিশুদের স্মার্টফোন ও স্মার্টটিভি থেকে দূরে রাখতে ১২টি স্কুলের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
মুরগির বাচ্চা লালনপালন ও বীজ বুনে গাছের পরিচর্যায় কমবে শিশুদের স্ক্রিন আসক্তি, এমনটিই আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ।
এই সপ্তাহের শুরুতে শিশুদের নিয়ে এই পাইলট প্রোগ্রামটি উদ্বোধন করেন শহরের মেয়র ওডেড এম দানিয়েল। তিনি শিশুদের হাতে মুরগির বাচ্চা ও বীজ তুলে দেন।
গ্লোবাল ডিজিটাল রিপোর্ট ২০১৯ থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার মানুষ গড় প্রতিদিন সাড়ে আট ঘণ্টারও বেশি অনলাইনে সময় কাটায়। যা বৈশ্বিক মাপকাঠি দুই ঘণ্টা থেকে বেশি।