Logo
Logo
×

আন্তর্জাতিক

করলা নদীতে ধরা পড়ল ৬ কেজি ওজনের সোনালি বোয়াল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০২:৩৩ পিএম

করলা নদীতে ধরা পড়ল ৬ কেজি ওজনের সোনালি বোয়াল

করলা নদীতে ধরা পড়ল ৬ কেজি ওজনের সোনালি বোয়াল। ছবি সংগৃহীত

জলপাইগুড়ির করলা নদীতে ধরা পড়ল প্রায় ৬ কেজি ওজনের সোনালি বোয়াল। 

বৃহস্পতিবার রাতে হাত ছিপে মাছটি ধরেন বিষ্ণু রায় নামে এক স্থানীয়। এই মাছ ওঠায় যতটা খুশি বিষ্ণুবাবু নিজে, তার থেকেও বেশি খুশি পরিবেশ বিজ্ঞানী ও পরিবেশপ্রেমীরা। 
২০১১ সালে করলায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল হাজার হাজার মাছ। 

বিশাল বোয়াল ধরা পড়ায় পরিবেশবিদরা মনে করছেন, বিষক্রিয়ার সেই অভিশাপ পেরিয়েছে করলা নদী। তাই আট বছর পর করলা নদীতে ফিরেছে বাস্তুতন্ত্রের ভারসাম্য। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ঝোলনা ব্রিজের কাছে করলা নদীতে ছিপ ফেলেছিলেন বিষ্ণুবাবু। সুতোয় টান দিতেই বোঝেন বেঁধেছে বড় কিছু। অবশেষে পানি থেকে তোলেন প্রায় ৬ কেজি ওজনের সোনালি বোয়াল। কেজিপ্রতি এক হাজার টাকা দামে এই মাছ বিক্রি হবে বলে আশাবাদী বিষ্ণুবাবু। 

ছিপে এত বড় মাছ ধরে বেজায় খুশি বিষ্ণুবাবু। 

২০১১ সালের ১৬ নভেম্বর করলা নদীতে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল প্রচুর মাছ। বিষক্রিয়ায় ভেসে উঠেছিল এই সোনালি বোয়ালও। 

জানা যায়, ধানক্ষেতে দেয়া কীটনাশক নদীতে এসে পড়ায় এই বিষক্রিয়া। শান্ত করলার গা ঘেঁষে একাধিক চরে ধান চাষ করেন স্থানীয়রা। সেখানেই দেয়া হয়েছিল কীটনাশক। তার পর থেকে করলায় ফের বাস্তুতন্ত্রের ভারসাম্য ফিরবে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা। 

সূত্র: জি নিউজ

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম