Logo
Logo
×

আন্তর্জাতিক

১৩ হাজার ফুট উচ্চতায় প্রাচীন শহরের খোঁজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০৮:৫৬ পিএম

১৩ হাজার ফুট উচ্চতায় প্রাচীন শহরের খোঁজ

১৩ হাজার ফুট উঁচুতে সম্প্রতি প্রাচীন এক শহরের সন্ধান পেয়েছেন ইতিহাসবিদেরা।  প্রাচীন এই শহরের খোঁজ মিলেছে পেরুতে অবস্থিত আন্দিজ পর্বতমালায়।

ন্যাশনাল জিওগ্রাফিকের বিজ্ঞানী অ্যালবার্ট লিন বলেন, প্রত্নতাত্ত্বিক আদান চকি এবং থমাস হার্ডির যৌথ প্রয়াসে লাইট ডিটেকশন, লেসার এবং রেঞ্জিং প্রযুক্তি ব্যবহার করে ইনকা সভ্যতার আগের এই শহরের খোঁজ মিলেছে।

১৩ হাজার ফুট উচ্চতায় কিভাবে মানুষ বসবাস করতেন তা ভাবিয়ে তুলেছে ইতিহাসবিদদের।

ইতিহাসবিদেরা এই উচ্চতায় স্তম্ভ, বসবাসের ঘর এবং বড় প্রাচীরের মতো দেয়ালের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন।

তাদের অনুমান, মাচুপিচু শহর গড়ে ওঠার আগে এটাই ছিল ইনকাদের বাসস্থান। পরে পাঁচ হাজার ফুট নীচে ইনকা সভ্যতার অন্যতম প্রধান শহর মাচুপিচু গড়ে ওঠে। মাচুপিচুতে এক সময় ৭৫০ জন বাস করতেন। আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ। খবর আনন্দবাজারের।

১৩ হাজার ফুট উঁচুর এই ইনকা শহর কেন পরিত্যক্ত হয়ে গিয়েছিল? মাচুপিচুর মতো কোনও মহামারির শিকার হয়েছিল কি না তা জানার চেষ্টা করছেন ইতিহাসবিদরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম