Logo
Logo
×

আন্তর্জাতিক

ভয়াবহ হামলা থেকে রক্ষা পেল ইতালির মুসলিমরা

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০৮:৩২ এএম

ভয়াবহ হামলা থেকে রক্ষা পেল ইতালির মুসলিমরা

ভয়াবহ হামলা থেকে রক্ষা পেলেন ইতালির মুসলিমরা। ছবি-যুগান্তর

ইতালিতে মুসলিদের ওপর ও মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনা নেয় দেশটির উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা। সেজন্য মজুদ করে রাখেন বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটর।

নামাজের সময় পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছিল তারা। খ্রিস্টানদের এই ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ভয়ানক এক বিপদ থেকে রক্ষা পেল ইতালির মুসলিমরা।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দুই খ্রিস্টান মৌলবাদী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। 

ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বিপুল অস্ত্র। যা দেখে হতভম্ব ইতালির মুসলমানরা। ইতালির মিডিয়ায় সংবাদটি দেখে উদ্বিগ্ন ইতালিতে বসবাসকারী মুসলমনারা। 

ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়েনা এলাকায় মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্রবাদী, ফার রাইট খ্রিস্টানরা।

দেশটির পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়েনা এলাকার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টানকে গ্রেফতার করে। 

এ ভয়াবহ হামলার পরিকল্পনার সঙ্গে প্রত্যক্ষ জড়িত কয়েকজনকে গ্রেফতার করার জন্য বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম