Logo
Logo
×

আন্তর্জাতিক

সাগরে বেড়াতে এসে হাঙরের পেটে স্বামী, মিলল বিয়ের আংটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৯, ১০:২৩ এএম

সাগরে বেড়াতে এসে হাঙরের পেটে স্বামী, মিলল বিয়ের আংটি

পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল। স্ত্রীর ৪০তম জন্মদিনে এডিনবরা থেকে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে এসেছিলেন স্কটল্যান্ডের সরকারি কর্মচারী রিচার্ড মার্টিন টার্নার। 

২ নভেম্বর তাকে শেষ বার দেখা গিয়েছিল হারমিটেজ হ্রদে। 

শুক্রবার প্রায় ১৩ ফুটের এক হাঙরের পেট থেকে পাওয়া আংটি দেখে তার স্ত্রী বললেন, এটা রিচার্ডেরই। তাদের বিয়ের আংটি। 

আনন্দবাজার জানিয়েছে, মরিশাস থেকে প্রায় ১০০ মাইল দূরের এই ফরাসি দ্বীপ এবং হারমিটেজ হ্রদ বরাবরই ‘নিরাপদ’ হিসেবে পরিচিত। ভারত মহাসাগর থেকে প্রবাল প্রাচীর দিয়ে আড়াল করা। বছরজুড়েই পর্যটকদের ভিড়। 

ঘটনার দিন যদিও হ্রদে চারটি হাঙর দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। রিচার্ড নিখোঁজ হওয়ার পরে চারটি হাঙরকেই ধরে মেরে ফেলা হয়। রিচার্ডের দেহাবশেষের খোঁজ পেতে ডিএনএ পরীক্ষা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম