Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রাজিলের আদালতের নতুন রুলিংয়ে ছাড়া পেতে পারেন লুলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৪:৪৪ এএম

ব্রাজিলের আদালতের নতুন রুলিংয়ে ছাড়া পেতে পারেন লুলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। ছবি: এএফপি

অপরাধীদের কারাগারে পাঠানোর নিয়ম বাতিলে ব্রাজিলের সর্বোচ্চ আদালত ভোট দেয়ায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার মুক্তির সম্ভাবনা বেড়েছে।

সব ধরনের আপিল নিষ্পত্তির আগে অপরাধীদের কারাগারে পাঠানোর নিয়ম বাতিল করা হয়েছে দেশটিতে। এতে সাবেক এই প্রেসিডেন্টসহ হাজারো বন্দির মুক্তির পথ খুলে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারক অপরাধীকে কারাগারে পাঠানোর বিধানে পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়ায় এ সুযোগ সৃষ্টি হয়েছে।

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা লুলা দুর্নীতির মামলায় সাজা পেয়ে গত বছর থেকে জেলখানায় আছেন।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও তারই জয়ের সম্ভাবনা বেশি ছিল বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে।

আদালতের আদেশে কারারুদ্ধ এই সমাজতান্ত্রিক নেতার প্রার্থীতা আটকে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্পখ্যাত কট্টরপন্থী জাইর বোলসোনেরো দেশটির শীর্ষ পদে আসীন হন।

সাজাপ্রাপ্ত লুলা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ায় কারাগার থেকে ছাড়া পেলেও প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি বাধার মুখোমুখি হতে পারেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম