ইরানি প্রভাব খাটো করতে কুর্দিদের সহায়তা ইসরাইলের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০১:১৭ পিএম
![ইরানি প্রভাব খাটো করতে কুর্দিদের সহায়তা ইসরাইলের](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/11/07/image-241419-1573111109.jpg)
ছবি: এএফপি
তুরস্কের অভিযানে তছনছ হয়ে পড়া কুর্দিদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইল।
ইরানি প্রভাবের পাল্টা ভারসাম্য তৈরি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে দেশটি এমন উদ্যোগ নিয়েছে।
বুধবার ইসরাইলের উপপরাষ্ট্রমন্ত্রী এমন তথ্য দিয়েছেন। অক্টোবরে উত্তর সিরিয়া থেকে হাজারখানেক মার্কিন সেনা প্রত্যাহারের পর ওয়াইপিজি যোদ্ধাদের উৎখাতে অভিযান চালায় তুরস্ক।
এতে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মিত্র কুর্দিদের সঙ্গে ওয়াশিংটন প্রতারণা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রকাশ্য দ্বিমতের ঘটনা একেবারে বিরল।
কুর্দিদের সাহসী ঘোষণা করে তাদের মানবিক সহায়তার ঘোষণা করেন নেতানিয়াহু। তিনি বলেন, সিরীয় মিত্র ও তুর্কিদের জাতিগত নিধনের মুখোমুখি কুর্দিরা।
ইসরাইলি উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হোটোভলি বুধবার পার্লামেন্টে বলেন, প্রস্তাবের বিষয়টি আলোচনা করা হয়েছে। সহায়তার হাত বাড়াতে ইসরাইল বহু অনুরোধ পেয়েছে। সহায়তা হবে মূলত কূটনৈতিক ও মানবিক।
তিনি বলেন, কুর্দিদের ভেতর আমরা গভীর যন্ত্রণা দেখতে পেয়েছি। এখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের সহায়তা করব আমরা।
তবে এ ব্যাপারে সিরীয় কুর্দিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রীও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
তিনি বলেন, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার সময় কুর্দিদের নিয়ে আমাদের সত্যিকার উদ্দেশ্য খুলে বলেছি। কুর্দিদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
১৯৬০ সাল থেকেই কুর্দিদের সঙ্গে সামরিক, গোয়েন্দা ও ব্যবসায়িক সম্পর্ক রেখে আসছে ইসরাইল।
নৃতাত্ত্বিক গোষ্ঠী কুর্দিরা ইরাক, তুরস্ক, সিরিয়া ও ইরানের মধ্যে ছড়িয়ে রয়েছে।