Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় বাগদাদির বোনকে আটক করল তুরস্ক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯, ০১:১৬ পিএম

সিরিয়ায় বাগদাদির বোনকে আটক করল তুরস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় নিহত আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির বোনকে আটকের দাবি করেছে তুরস্ক। পাশাপাশি বাগদাদির বোনের স্বামী এবং মেয়েকেও আটকের দাবি করেছে দেশটি। 

তুরস্কের পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। 

তুর্কি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার উত্তর সিরিয়ার আঝাঝ শহরে তুরস্কের সেনাবাহিনীর হাতে ওই তিন জন ধরা পড়েছে। আটকের সময় বাগদাদির বোন রাসমিয়া আওয়াদের (৬৫) সঙ্গে তার পাঁচ ছেলেমেয়ে ছিল। আটক রাসমিয়া, তার স্বামী ও মেয়েকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে বাগদাদির বোন রাসমিয়াই ধরা পড়েছে কি না, সংবাদসংস্থা ‘রয়টার্স’ এখনও তা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

সিরিয়ার সীমান্তবর্তী ওই এলাকাটি এখন তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। বাগদাদির বোনের কাছ থেকে আইএসের অভ্যন্তরীণ কাজকর্মের খুঁটিনাটি জানা সম্ভব হবে বলে আশা করছে তুরস্ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম