Logo
Logo
×

আন্তর্জাতিক

‘কলিজার টুকরা’ নাতিকে কলিজা দিয়ে বাঁচালেন নানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৯, ০২:২১ এএম

‘কলিজার টুকরা’ নাতিকে কলিজা দিয়ে বাঁচালেন নানি

নাতির প্রতি অনন্য এক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন এক নানি।

‘কলিজার টুকরা’ বলে নাতিকে আদর করে কোলে নিতেন নানি। এর পর সত্যি সত্যি নিজের কলিজা দান করলেন তিনি।

সম্প্রতি এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে ভারতের রায়পুরে।

সেখানে ৯ মাসের নাতি পীযূষ কুণ্ডুকে নিজের লিভার (কলিজা) দান করলেন শিশুটির নানি লক্ষ্মী সরকার।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, জন্মের সময় জন্ডিস নিয়েই পৃথিবীতে আসে ছোট্ট পীযূষ কুণ্ডু। অনেক চিকিৎসার পরও শিশুটির লিভার ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

লিভার ট্রান্সপ্ল্যান্ট (যকৃৎ স্থানান্তর) ছাড়া শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না বলে জানান চিকিৎসকরা।

এ খবরে সন্তানের জন্য লিভারের খোঁজে মরিয়া হয়ে ওঠেন বাবা-মা। লিভার পুনঃস্থাপনের জন্য ভারতের অনেক হাসপাতালে যোগাযোগ করে ব্যর্থ হন তারা।

এদিকে যতই দিন গড়াতে থাকে শিশু পীযূষের প্রাণভোমরা স্তিমিত হয়ে থাকে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন পীযূষের বাবা-মা।

একসময় নিজের নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন নানি লক্ষ্মী সরকার। পরীক্ষার পর চিকিৎসকরা হাসিমুখে জানান, পীযূষের সঙ্গে তার নানির লিভার ম্যাচ হয়েছে। যদি তিনি স্বেচ্ছায় পীযূষকে লিভার দান করতে চান, তা হলে যত দ্রুত সম্ভব অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হতে।

অতঃপর ওই হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় ১৫ লাখ রুপি সংগ্রহ করে গত ১০ সেপ্টেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে অপারেশন হয় পীযূষের।

চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনটি খুবই জটিল ও উদ্বেগের ছিল। কারণ শিশু পীযূষের ওজন ছিল মাত্র ৫ কেজি আর তাকে লিভার দানকারী ছিলেন একজন বয়স্ক নারী। তবু ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করে সক্ষম হন তারা। নানি লক্ষ্মী সরকারের লিভারের ৩০ শতাংশ দেয়া হয়েছে শিশু পীযূষকে।

শুক্রবার (১ নভেম্বর) সুস্থ দেহে বাড়ি ফিরেছে লক্ষ্মী সরকারের কলিজার টুকরো পীযূষ কুণ্ডু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম