Logo
Logo
×

আন্তর্জাতিক

টিপু সুলতানের নাম ইতিহাস থেকে সরাতে চাইছে বিজেপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ০৫:৪৭ পিএম

টিপু সুলতানের নাম ইতিহাস থেকে সরাতে চাইছে বিজেপি

দক্ষিণ ভারতের মহীশূরের রাজা টিপু সুলতান সম্বন্ধে কর্নাটকের স্কুলে ইতিহাসের পাঠ্য বইগুলোতে যা লেখা আছে, তা সরিয়ে দেয়ার কথা ভাবছে বিজেপি সরকার।

দক্ষিণ ভারতের মহীশূরের রাজা টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান।

মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, "টিপু জন্ম-জয়ন্তী আগেই বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল পাঠ্য বইতে যা রয়েছে টিপু সুলতানের সম্বন্ধে, সেগুলোও সরিয়ে দেয়ার কথা ভাবছি আমরা।"

সিদ্ধান্ত নেয়া যে সময়ের অপেক্ষা, সেটাও উল্লেখ করেছেন মি. ইয়েদুরাপ্পা।

বিজেপির এক নেতা এর আগে দাবি করেছিলেন যে, টিপু সুলতানকে যেভাবে গৌরবান্বিত করা হয় স্কুলের পাঠ্য বইগুলিতে, তা বন্ধ করা উচিত। টিপু সুলতান হিন্দুদের ওপরে সাংঘাতিক অত্যাচার করতেন বলেও মন্তব্য করেছিলেন কোডাগু জেলা থেকে নির্বাচিত বিধানসভা সদস্য, বিজেপির এ. রঞ্জন। 

মহীশূর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবসরপ্রাপ্ত অধ্যাপক সেবাস্টিয়ান যোসেফ বলেন, টিপু সুলতানকে ভারতীয় ইতিহাসের একজন 'খলনায়ক' হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম