Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীরে ফের মোবাইল এসএমএস সেবা বন্ধ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১১:১৬ এএম

কাশ্মীরে ফের মোবাইল এসএমএস সেবা বন্ধ

ছবি: এএফপি

অধিকৃত কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট সংযোগ পুনর্বহালের কয়েক ঘণ্টা পর সেখানে এসএমএস সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার। এর আগে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হাতে এক ট্রাকচালক নিহত ও যানটি আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

আলাদাভাবে ভারতীয় কর্মকর্তারা বলেন, রক্তে ভেজা হিমালয় অঞ্চলটিতে কার্যত সীমান্তে পাকিস্তানের সঙ্গে ভারতীয় বাহিনীর গোলাবিনিময়ে ২৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।

নিয়ন্ত্রণরেখার বরাবর পাকিস্তানি জেলায় বাবা ও তার দুই শিশুসন্তানসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার গোলা এসে তাদের বাড়িতে আঘাত হানলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, এসএমএস সেবা বন্ধের সিদ্ধান্তে বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগের সক্ষমতাকে কমিয়ে দিয়েছে।

মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে ৭২ দিনের যোগাযোগ অচলাবস্থার পর সোমবার মোবাইল ফোনের কল ও বার্তা পাঠানোর সুবিধা পুনর্বহাল করেছিল কর্তৃপক্ষ।

৭০ লাখের বেশি জনসংখ্যার বসবাস হিমালয় অঞ্চলটিতে। ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এই মূল পাদপীঠের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।

কর্তৃপক্ষ বলছে, সোমবার রাজ্যটির এসএমএস সেবা বন্ধ করে দেয়া হয়েছে। সোফিয়ান জেলায় আপেলবাহী একটি ট্রাকে হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, মুখোশধারী বন্দুকধারীরা চালককে তার গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দিতে বলেন। কিন্তু গাড়িটি হড়কে গিয়ে রাস্তায় আটকে যায়। তখন বন্দুকধারীরা ট্রাকটিতে গুলি করে আগুন ধরিয়ে দেয়।

কাশ্মীরে আপেল আহরণ একটি স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বাজারে ফলের বড় একটা সংখ্যা এখান থেকে রফতানি করা হয়।

বহু ফলবাগানের মালিক বলেন, স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে চলতি বছরে তারা আপেল আহরণ করবেন না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম