Logo
Logo
×

আন্তর্জাতিক

মরদেহ কাটার সময় আমি গান শুনি, কফিও থাকে: খাসোগির খুনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ১০:২২ এএম

মরদেহ কাটার সময় আমি গান শুনি, কফিও থাকে: খাসোগির খুনি

ছবি: সংগৃহীত

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি আসার আগেই তাকে হত্যা করে লাশ টুকরো টুকরো করা নিয়ে কৌতুক ও তামাশায় মেতেছিল খুনিরা। এসময় এক হত্যাকারী বলেছেন, মরদেহ কাটার সময় আমি গান শুনি। 

জাতিসংঘের তদন্তকারীদের শোনা একটি গোপনীয় টেপ রেকর্ড থেমে এমন তথ্য পাওয়া গেছে।

খাসোগিকে হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্তে সহায়তাকারী ব্রিটিশ আইনজীবী হেলেনা কেনেডি বলেন, তুরস্কে সৌদি মিশনের ভেতর থেকে করা রেকর্ডিংয়ে এই সাংবাদিককে ‘বলির পশু’ বলতে শোনা গেছে।

সোমবার রাতে প্রচারিত বিবিসির টেলিভিশন প্যানোরামা প্রামাণ্যচিত্রে তিনি বলেন, অডিওতে এমন আলোচনাও ছিল যে ‘খাসোগির শরীর ও কটি এভাবে এই ব্যাগে ঢোকানো যাবে?’

খাসোগিকে হত্যার সময় এবং আগে-পরে রেকর্ড হওয়া ৪৫ মিনিটের অডিও টেপটি জাতিসংঘের বিশেষ তদন্ত দলের হাতে তুলে দিয়েছে তুরস্ক। কনস্যুলেটে আড়িপাতার যন্ত্রের মাধ্যমে ওই অডিও রেকর্ড করা হয়।

জাতিসংঘের বিশেষ তদন্ত প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড রেকর্ডিংটি শুনেছেন বলে জানায় কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তিনি বলেন, অডিওতে আমি খাসোগিকে বলতে শুনি, তোমরা কী আমাকে ইনজেকশন দিতে যাচ্ছ? জবাবে তাদের কেউ একজন বলেন, হ্যাঁ।

হেলেন কেনেডি বলেন, মরদেহ কাটা নিয়ে ওই ব্যক্তি বলছিলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কাটাছেঁড়া করার সময় আমি সাধারণত গান শুনি। কখনো আমার হাতে এককাপ কফি এবং একটি সিগারেটও থাকে।

এই ব্রিটিশ আইনজীবী বলেন, ওই ব্যক্তিকে আরো বলতে শোনা যায়, এই প্রথম আমি কোনো মরদেহ মাটিতে ফেলে টুকরো করছি…এমনকি আপনি যদি কসাইও হন তাও প্রাণীদেহ কিছুর সঙ্গে ঝুলিয়ে সেটি কাটেন।

খাসোগি নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক তাকে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে এবং সৌদি যুবরাজ তাকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুরুতে অস্বীকার করলেও পরে সৌদি আরব তাদের কনস্যুলেটের ভেতর তাকে হত্যার কথা স্বীকার করে নেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম