Logo
Logo
×

আন্তর্জাতিক

৬০ বছর পর ফিরে এল ক্যামব্রিজের সেই বই

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০ পিএম

৬০ বছর পর ফিরে এল ক্যামব্রিজের সেই বই

কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি। ছবি: বিবিসি

বহু আগে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে একটি বই নেয়া হয়েছিল, কিন্তু তা আর ফেরত আসেনি। দীর্ঘ ৬০ বছর পর অবশেষে বইটি ফেরত পাওয়া গেছে। এমনই এক অদ্ভূত কাণ্ড ঘটেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে। 

কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি ক্যামব্রিজের লাইব্রেরি থেকে নেয়া হয়েছিল ৬০ বছর আগে। বর্তমান সময়ের হিসেবে সপ্তাহে দেড় পাউন্ড করে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড। বইটি ফিরে পাওয়ার পর এখন লাইব্রেরি কর্তৃপক্ষ জরিমানা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। 

গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বুধবার ওই বইটি ফেরত দেয়ার পর সেটি মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে নিয়ে যাওয়া হয়।

বইটি ফেরত পেয়ে এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার’। একইসঙ্গে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা।

কর্তৃপক্ষের ভাষ্য, ‘হয় এটি একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক’।

তবে একজন মুখপাত্র বলছেন এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম