Logo
Logo
×

আন্তর্জাতিক

সীমান্তে ড্রোন ভূপাতিত করল তুরস্ক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫ এএম

সীমান্তে ড্রোন ভূপাতিত করল তুরস্ক

ছবি: আল আরাবিয়া

সিরিয়া থেকে পাঠানো চালকবিহীন একটি ড্রোন ভূপাতিত করেছে তুরস্ক।  রোববার তুরস্কের যুদ্ধবিমানগুলো চালকবিহীন ওই ড্রোনটিকে ভূপাতিত করে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।  খবর রয়টার্স ও আল আরাবিয়ার। 

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া থেকে পাঠানো ওই ড্রোনটি ছয়বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে।  তবে  ড্রোনটি কোন দেশের তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায় নি।  

শনিবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের পর দুটি এফ -১৬ যুদ্ধবিমান ড্রোনটিকে লক্ষ্য করছিল বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।  

তুরস্কের ১২টি পর্যবেক্ষণ পোস্ট রয়েছে সিরিয়ার উত্তর-পশ্চিম এলাকায়। এগুলো রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তির পর নির্মাণ করা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম