Logo
Logo
×

আন্তর্জাতিক

উগান্ডায় গিয়ে পাকিস্তানের সমালোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৫ এএম

উগান্ডায় গিয়ে পাকিস্তানের সমালোচনা

পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

উগান্ডায় গিয়ে পাকিস্তানের বিরেদ্ধে কড়া সমালোচনা করেছে ভারতের প্রতিনিধি দল।  জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বক্তব্যকে ‘প্রোপাগান্ডা' বলে দাবি করে বলা হয়, সামরিক শা‌সন পাকিস্তানেরই ঐতিহ্য। 

শনিবার কমনওয়েলথ সংসদীয় সম্মেলনের ৬৪তম সমাবেশে এমন দাবি করে ভারতের প্রতিনিধি দল।

সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি দল জম্মু-কাশ্মীর ইস্যুতে বিপুল সেনা মোতায়েনের বিষয়টি উত্থাপন করে।  এরপরই পাল্টা আক্রমণে নামে ভারত।  দেশটির প্রতিনিধিরা ৩৩ বছর পাকিস্তানে সেনা শাসনের কথা উল্লেখ করেন।  এছাড়া এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের প্রোপাগান্ডার তীব্র প্রতিবাদ করেছে ভাতর। 

ভারতের প্রতিনিধি দলে রয়েছেন‌ সাংসদ অধীররঞ্জন চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায় ও এল হনুমন্থাইয়া।  প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

এর আগে এ মাসের শেষের দিকে মালদ্বীপে দক্ষিণ এশিয়ার সম্মেলনেও পাকিস্তান কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল। পরে ভারতের তীব্র প্রতিবাদ করে বলে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি জানায়।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম