Logo
Logo
×

আন্তর্জাতিক

পিঠে ঝুড়ি, স্ত্রীর পিঠে সন্তান, ১০ কিমি হেঁটে কই যাচ্ছেন পুলিশ কর্মকর্তা?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৪ পিএম

পিঠে ঝুড়ি, স্ত্রীর পিঠে সন্তান, ১০ কিমি হেঁটে কই যাচ্ছেন পুলিশ কর্মকর্তা?

নিজের পিঠে ঝুড়ি, স্ত্রীর পিঠে সন্তানকে কাপড় দিয়ে বেঁধে হেঁটে অরগানিক শাক কিনতে যাচ্ছেন ভারতীয় এই পুলিশ কমর্মকর্তা। ছবি: ফেসবুক থেকে নেয়া

এমনটি বলা যেতেই পারে যে, ভারতীয় পুলিশ কর্মকর্তা রাম সিংহ পরিবেশ রক্ষার আন্দোলনের পথ দেখাচ্ছেন। তার দেখানো পথে বদলে যেতে পারে পুরো সমাজব্যবস্থা।

প্রতি সপ্তাহে ১০ কিলোমিটার হেঁটে স্থানীয় বাজারে জৈব শাকসবজি কিনতে যান তিনি। 

এ সময়ে তার পিঠে থাকে বাঁশের তৈরি বড় ঝুড়ি। স্ত্রী পিঠে কাপড় দিয়ে বেঁধে নেন সন্তানকে। তার দেখানো পথ এখন অনুসরণ করছেন আরও কয়েক সহকর্মী পুলিশ কর্মকর্তা।

ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারপত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, বাঁশের তৈরি ঝুড়িতে প্লাস্টিকের ব্যবহারও কমে গেছে।

মেঘালয়ের ওয়েস্ট গারো হিলসের ডেপুটি কমিশনার আইপিএস রাম সিংহ। তার দাবি, এর ফলে প্লাস্টিক কম ব্যবহার করা সম্ভব। 

একই সঙ্গে তার উদ্দেশ্য থাকে, গাড়ি যত কম ব্যবহার করা যায়। গাড়ির ব্যবহার কম করলে পরিবেশ দূষণও কমবে।

আর ১০ কিলোমিটার হাঁটলে শরীরও ভালো থাকবে। তাই প্রতি সপ্তাহে সপরিবারে হাঁটতে হাঁটতে অর্গানিক সবজি কিনতে স্থানীয় বাজারে পৌঁছে যান তিনি।

তাকে দেখে আরও কয়েকজন আইপিএস অফিসার, স্থানীয় মানুষ একই পদ্ধতি অবলম্বন করছেন। তারাও গাড়ি, প্লাস্টিক ব্যবহার কমাতে রাম সিংহের মতোই হেঁটে ঝুড়ি হাতে বাজারে যাচ্ছেন।

শনিবার রাম সিংহ তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, পিঠে বাঁশের তৈরি ঝুড়ি নিয়ে বাজারে সবজি কিনছেন তিনি। এর আগে ১৭ আগস্ট একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছিল, হাঁটতে হাঁটতে সপরিবারে বাজারে যাচ্ছেন রাম সিংহ।

প্রচুর মানুষ তার এই উদ্যোগের প্রশংসা করেছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, তিনি মাস ছয়েক ধরে এই কাজ করছেন। দেখেছেন- চেষ্টা করলে দূষণ বা প্লাস্টিক অনেকাংশেই এড়ানো যায়। 

চলতি সময়ের এই সংকটগুলো প্রথাগতভাবে সমাধান করতে হবে বলে মনে করেন ভারতীয় এ আইপিএস কর্মকর্তা।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম