Logo
Logo
×

আন্তর্জাতিক

দলীয় কোন্দলে বিরক্ত হয়ে কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী উর্মিলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩ পিএম

দলীয় কোন্দলে বিরক্ত হয়ে কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী উর্মিলা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে উর্মিলা। এমন ছবি আর হয়তো দেখা যাবে না। ছবি: টুইটার

দলীয় কোন্দলে বিরক্ত হয়ে ভারতের ঐতিহ্যবাহী সংগঠন কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। মঙ্গলবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে তিনি দলত্যাগের ঘোষণা দেন উর্মিলা। খবর হিন্দুস্তান টাইমসের।

অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে আসা বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার কংগ্রেস থেকে সরে দাঁড়িয়েছেন।

আসন্ন মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে মুম্বাইতে অভিযোগ তুলে দল থেকে সরে দাঁড়ালেন উর্মিলা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, কংগ্রেসে যোগদানের ছয় মাস পর উর্মিলা দল থেকে পদত্যাগের বিষয়টি সবাইকে অবাক করেছে। তার এ সিদ্ধান্তের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও দলীয় নেতৃত্বই দায়ী।

অভিনেত্রী উর্মিলা বলেন, এটা নিশ্চিত যে মুম্বাই কংগ্রেসের মুখ্য ব্যক্তিরা দলের উন্নতির জন্য পরিবর্তন আনতে অক্ষম অথবা পরিবর্তনে প্রতিশ্রুতিশীল নন।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মুম্বাই উত্তর আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন জনপ্রিয় এ অভিনেত্রী।

দল থেকে পদত্যাগের জন্য তিনি কংগ্রেস নেতৃত্বের প্রতারণাকেই দায়ী করেছেন।

উর্মিলা বলেন, ‘আমার রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতা মুম্বাই কংগ্রেসে বড় লক্ষ্যপূরণের চেষ্টার পরিবর্তে তুচ্ছ দলাদলি করতে অনুমোদন করে না।’

অভিযোগের বিষয়ে গত জুলাই মাসে মুম্বাই কংগ্রেসপ্রধান মিলিন্দ দেওরাকে একটি চিঠি দিয়েছিলেন উর্মিলা। সেই অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

‘জঙ্গল’ ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘মাস্তসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি টেলিভিশনেও ব্যাপক জনপ্রিয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম