Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি কমান্ডার নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৯ এএম

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি কমান্ডার নিহত

ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার। ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর আল মানার টেলিভিশন ও ইরানের প্রেস টিভি এ খবর জানিয়েছে।  

রোববার ইসরাইলের আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বংস ও ট্যাংকের ভেতরে থাকা সেনারা নিহত হয়েছে বলে দাবি করে সংগঠনটি।  

প্রেস টিভি জানায়, হিজবুল্লাহর হামলায় ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। হতাহত সেনাদের হেলিকপ্টারে করে জিফ হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। তাছাড়া সীমান্তের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টাইমস অব ইসরাইল আরবির খবরে বলা হয়, প্রাথমিকভাবে অভিযান সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছিল ইসরাইলি বাহিনী, কিন্তু কয়েক ঘন্টা পর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় তারা। 

টাইমস অব ইসরাইলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আহত দুইজন সেনাকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলছে ইসরাইলি বাহিনী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম