Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদিকে তুলোধুনা করার সময় বৈদ্যুতিক শক খেলেন পাকিস্তানি মন্ত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ১২:০৬ এএম

মোদিকে তুলোধুনা করার সময় বৈদ্যুতিক শক খেলেন পাকিস্তানি মন্ত্রী

ছবি: এনডিটিভি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করে বক্তৃতা দেয়ার সময় পাকিস্তানের এক মন্ত্রী বৈদ্যুতিক শক খেয়েছেন।

শুক্রবার অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে তিনি উপস্থিতি থেকে মোদিকে তুলোধুনা করছিলেন।

দেশটির রেলওয়ে মন্ত্রী শেখ রশিদ আহমেদ একটি বিক্ষোভে বক্তৃতায় বলছিলেন, নরেন্দ্র মোদি, আমরা আপনার উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। 

এসময় মাইক থেকে বৈদ্যুতিক শক খেয়েছেন তিনি।

তিনি বলেন, এটা বৈদ্যুতিক শক। কিছু মনে করবেন না। মোদি এই বিক্ষোভকে কখনোই ধ্বংস করে দিতে পারবে না।

সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে পাকিস্তান এবং দেশটির রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে।

আর কাশ্মীর সংকটকে অভ্যন্তরীণ বিষয় দাবি করে, পাকিস্তানকে বাস্তবতা মেনে নিতে আহ্বান জানিয়েছে ভারত।

পরবর্তী সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর পরিস্থিতি তুলে ধরে এতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য স্বীকার করে নিয়েছে যে কাশ্মীর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম