
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ এএম
২ মাস আগুন জ্বালানো নিষিদ্ধ হলো ব্রাজিলে

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ০৩:৩৪ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আগামী দু’মাস ব্রাজিলে আগুন জ্বালানো নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
'পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজনকে আগুনের ভয়াবহ গ্রাস থেকে বাঁচাতে এ সিদ্ধান্ত দিলেন তিনি।
তবে এ দুই মাস সরকারি অনুমতি নিয়ে আগুন জ্বালানো যেতে পারে বলে জানানো হয়েছে। তবে এ শিথিলতা কেবল কৃষিক্ষেত্রে বা বন বিভাগের কোনো জরুরি প্রয়োজনীয় কাজের জন্য প্রযোজ্য।
এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যেই সরকারি ডিক্রি জারি করবে বোলসোনারো প্রশাসন।
এদিকে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আমাজনের আগুন।
বিষয়টি প্রমাণের জন্য বৃহস্পতিবার আমাজন বনের আগুন লাগা অঞ্চলের একটি স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে।
জানা গেছে, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে তা দেখতে এ সপ্তাহের শেষ দিকে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই আমাজনে যাবেন।
এদিকে গত দু তিন দিনে আমাজনে নতুন করে আরও বেশ কয়েটি জায়গায় আগুন জ্বলতে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আগুনের গ্রাস থেকে বনকে দ্রুত রক্ষা করতে বিনা শর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপের কয়েকটি দেশ।
কিন্তু অজানা কারণে সে সহায়তা নিতে মোটেই আগ্রহ প্রকাশ করেননি প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।