Logo
Logo
×

আন্তর্জাতিক

‘জাদুটোনায় মৃত্যু হচ্ছে বিজেপি নেতাদের’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ১০:১৯ পিএম

‘জাদুটোনায় মৃত্যু হচ্ছে বিজেপি নেতাদের’

ছবি: সংগৃহীত

খুব কম সময়েই দু’জন শীর্ষ নেতা হারিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর কয়েকদিন পরই গত সোমবার মৃত্যুবরণ করেন সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি।

পরপর দুই শীর্ষ নেতার মৃত্যুর পিছনে বিরোধীদের জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিককে দায়ী করেছেন ভূপালের বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা।

সোমবার প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়ের স্মরণে এক শোকসভায় তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় এক মহারাজজি আমাকে প্রার্থনাশক্তি বাড়াতে বলেছিলেন, কারণ দুঃসময় আসছে। আর বিজেপির ক্ষতি করার জন্য বিরোধীরা ‘মরকশক্তি’ প্রয়োগ করছে।’

সাধ্বী প্রজ্ঞা বলেন, ‘আমি ভুলে গিয়েছিলাম তিনি (মহারাজ) ঠিক কী বলেছিলেন, তবে সুষমাজি, বাবুলালজি, জেটলিজির মতো আমাদের একের পর এক শীর্ষ নেতা যখন কষ্ট পেয়ে অসময়ে চলে যাচ্ছেন, তখন মনে হচ্ছে, মহারাজজি কি ঠিক বলেননি?’

সে সময় তিনি বলেন, আপনারা এ কথাগুলো বিশ্বাস করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে এতে সত্যিটা বদলে যাবে না।

এদিকে বিজেপি এমপির এমন বেফাঁস মন্তব্যের পর চরম অস্বস্তিতে পড়েছেন দলের নেতারা। প্রজ্ঞার মন্তব্য নিয়ে বিজেপি নেতারা মুখে কুলুপ দিলেও তার সমালোচনা করেছে কংগ্রেস।

 

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম