Logo
Logo
×

আন্তর্জাতিক

পছন্দের সিট না পেয়ে বিমানবালার মুখে গরম পানি!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ০৭:৪৭ পিএম

পছন্দের সিট না পেয়ে বিমানবালার মুখে গরম পানি!

ছবি: সংগৃহীত

বিমানবালাদের সঙ্গে যাত্রীদের বিচিত্রময় আচরণের কথা প্রায় সময়ই খবরের শিরোনাম হয়। এবার প্রেমিকের সঙ্গে বসতে না দেয়ায় বিমানবালার মুখে গরম পানি ছুড়ে দিয়েছেন এক যাত্রী। 

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ওঠে বয়ফ্রেন্ডের সঙ্গে বসতে চেয়েছিলেন এক চীনা যাত্রী। সিট খালি থাকলে তাকে এ ব্যবস্থা করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিমানবালারা।

বিমান আকাশে ওড়ার পরও বিমানবালারা ব্যবস্থা করে না দেয়ায় রেগে যান ওই মহিলা। পরে যাত্রীদের খাবার দিতে গেলে ওই বিমানবালার মুখে গরম পানি ছুড়ে মারেন তিনি। 

নুরালিয়া মাজলান নামে এয়ার এশিয়ার একজন বিমানকর্মী নিজ সহকর্মীর সঙ্গে যা ঘটতে দেখেছেন, তার বর্ণনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

নুরালিয়া জানান, একজন চীনা যাত্রী ‘কাপ নুডলস’-এর গরম পানি তার সহকর্মীর মুখে ছুড়ে মারেন ৷ তার রাগের কারণ ছিল, বয়ফ্রেন্ডের পাশের সিটে বসতে পারেননি তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম