Logo
Logo
×

আন্তর্জাতিক

মৃত্যুর আগে উকিলকে কী বলেছিলেন সুষমা স্বরাজ?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০৭:১৭ পিএম

মৃত্যুর আগে উকিলকে কী বলেছিলেন সুষমা স্বরাজ?

সুষমা স্বরাজ। ফাইল ছবি

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাতে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করার ঘন্টাখানেকের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সবকিছুই স্বাভাবিক ছিল। সুষমা স্বরাজ বিভিন্ন লোকের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। মৃত্যুর এক ঘণ্টা আগে তিনি কুলভূষণ যাদব মামলায় ভারতীয় আইনজীবী হরিশ সালভেকে এক টাকা ফি দেয়ার জন্য ডেকেছিলেন।

পাকিস্তানে বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মামলার শুনানিতে ১ টাকা পারিশ্রমিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সালভে।

সুষমা স্বরাজের মৃত্যুর খবর শোনার পর ভারতীয় গণমাধ্যমে সালভে জানান, মর্মান্তিক এই ঘটনা ঘটে যাওয়ার এক ঘণ্টা আগেও তিনি সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছিলেন৷

তিনি বলেন, ‘আমি রাত ৮টা ৫০ মিনিটের দিকে তার (সুষমা স্বরাজ) সঙ্গে কথা বলেছি৷ 

তিনি বলেছিলেন, এসে তার সঙ্গে দেখা করতে৷ যে মামলায় আপনি জিতেছেন তার জন্য আপনার এক টাকা আপনাকে দেব৷ আমি বলেছিলাম, সেই মূল্যবান পারিশ্রমিক আমি নিতে আসব৷ তিনি বলেছিলেন আগামীকাল ৬টার সময় এসো৷’

এমনকি ৩৭০ ধারা বিলোপ নিয়ে কয়েক ঘণ্টা আগেও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।

তিনি টুইট করেছিলেন, ‘প্রধানমন্ত্রীজি আপনাকে অভিনন্দন৷ আমি আমার জীবনে এ দিনটি দেখার জন্যই প্রতীক্ষা করছিলাম৷’

প্রসঙ্গত, পাকিস্তানে বন্দি ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড নিয়ে কয়েক বছর ধরে দড়ি টানাটানি চলছিল। কুলভূষণের মৃত্যুদণ্ড রদ করতে আন্তর্জাতিক আদালত আবেদন করেছিল ভারত।

২০১৭ সালের মে মাসে এই মামলায় আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ভারতের পক্ষে গিয়েছিল। রায়ে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। ভারতের পক্ষে এক টাকা পারিশ্রমিকে দেশটির বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে এ মামলা লড়েন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম