গৌতম গম্ভীর। ফাইল ছবি
ভারতীয় বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও সদ্য নির্বাচিত লোকসভার সদস্য গৌতম গম্ভীরকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক ক্রিকেটার বিষান সিং বেদি। ভারতীয় সাবেক এ স্পিনার বলেন, তৌগম গম্ভীর পার্লামেন্টের সদস্য হয়েও এখনও সংযত হতে পারেননি।
উইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন নবদীপ সাইনির।ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করেন সাইনি।
নবদীপের প্রশংসা করে গম্ভীর লেখেন, নবদীপ সাইনি তোমার ভারতের অভিষেকর জন্য শুভেচ্ছা। তুমি মাঠে নামার আগেই দুই উইকেট নিয়ে নিয়েছিলে। আগে তুমি বোল্ড করে দিয়েছ বিষাণ বেদি ও চেতন চৌহানকে। যে ক্রিকেটারের শেষ লিখে ফেলেছিল তারা এ বার তারই অভিষেক দেখতে হল তাদের। লজ্জা!
গম্ভীরের এমন টুইটের পর সাবেক তারকা স্পিনার বিষাণ সিং বেদি পিটিআইকে বলেন, আমি টুইটারের কোনো প্রতিক্রিয়ায় মন্তব্য করব না। আমি কখনও নবদীপ সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলিনি। আর আমি বিশ্বাস করি যখন কেউ প্রমাণ করে সেটা তার কৃতিত্ব অন্য কারও নয়।
ভারতীয় এনডিটিভির খবর অনুসারে গম্ভীর ২০১৩ সালে একটি রিপোর্ট সামনে এনেছেন যেখানে বেদি সাইনির অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ তিনি দিল্লির ছিলেন না। রোববার বেদি তার ভূমিকার কথা অস্বীকার করেন।