Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদির ১৫ সেনাঘাঁটি দখল করে নেয়ার দাবি হুতিদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ১১:৪২ এএম

সৌদির ১৫ সেনাঘাঁটি দখল করে নেয়ার দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করছেন, সৌদি আরবের ভূখণ্ডে ঢুকে তারা ৭২ ঘণ্টায় ১৫টি সামরিক ঘাঁটি দখলে নিয়েছেন।
 
এক সংবাদ সম্মেলনে হুতি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহা সারি এ দাবি করেছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

ইয়াহা সারি জানান, তারা ৭২ ঘণ্টায় সৌদি আরবের শহর জাজান এবং নাজরানের ১৫টি সেনাঘাঁটি নিজেদের দখলে নিয়েছেন।

এ ছাড়া খামিজ মাশিতে সৌদি আরবের সেনাঘাঁটিটি আংশিক অচল করে দেয়ার দাবিও করেছেন ইয়াহা সারি।
 
হুতি বিদ্রোহীদের স্নাইপার ইউনিট গত জুলাই মাসে মোট এক হাজার ৫৭৫টি সফল মিশন চালায় বলে দাবি করেন হুতি বিদ্রোহীদের মুখপাত্র। তা হুতিদের ওই সব হামলায় নিহতদের মধ্যে রয়েছে ১২ সৌদি সেনা এবং ২৬ সুদানি সেনা।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম