Logo
Logo
×

আন্তর্জাতিক

টেক্সাসে হামলার ঘটনায় ট্রাম্পের নিন্দা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ১০:৩৬ এএম

টেক্সাসে হামলার ঘটনায় ট্রাম্পের নিন্দা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হওয়ার ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের টুইটারে শনিবার রাতে ট্রাম্প বলেছেন, টেক্সাসের এলপাসোর আজকের (শনিবারের) ঘটনা শুধু দুঃখজনকই নয়। এটি একটি কাপুরুষোচিত কাজ।

দেশের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকের এই ঘৃণ্য কাজের নিন্দা জানাই। কোনো অজুহাতেই নিরপরাধ মানুষকে হত্যার ঘটনা কেউই সমর্থন করবে না।

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে টেক্সাসের এলপাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হন।

একই সঙ্গে আহত হন আরও অন্তত ২২ জন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে টেক্সাসের ডালাস এলাকার প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম