Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর সংকটে আবারও হস্তক্ষেপের কথা বললেন ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৯, ১১:৩৫ এএম

কাশ্মীর সংকটে আবারও হস্তক্ষেপের কথা বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাশ্মীর সংকট নিরসনের দায়িত্ব ভারত ও পাকিস্তানের। কিন্তু কয়েক দশক ধরে চলা এই বিতর্কের অবসানে যদি দুই প্রতিবেশী দেশ আমার কাছে সহায়তা চায়, তবে আমি সাহায্য করতে প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে গত সপ্তাহের বৈঠকের কথা উল্লেখ করে বৃহস্পতিবার ট্রাম্প এ কথা বলেন। ওই বৈঠকে কাশ্মীর সংকটের সমাধানে এগিয়ে আসতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইমরান খান।-খবর এনডিটিভির 

তবে তৃতীয় কোনো পক্ষ এতে হস্তক্ষেপ করতে পারে না দাবি করে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। যদিও পাকিস্তান এতে সমর্থন জানিয়েছে।

মধ্যস্থতাকারী হিসেবে তাকে গ্রহণ করছে না ভারত- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্ব। আমার প্রস্তাব তারা গ্রহণ করুক কিংবা না করুক, আমি মনে করি তারা চমৎকার লোক- ইমরান খান ও নরেন্দ্র মোদি। আমার ধারণা হচ্ছে, তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু যদি তারা কারও হস্তক্ষেপ চান, তাদের সহায়তা করতে... এবং এ বিষয়ে আমি পাকিস্তানের সঙ্গে আলাপ করব ও ভারতের সঙ্গেও অকপটে কথা বলব।

কাশ্মীর সংকট দীর্ঘ থেকে দীর্ঘতম সময় অতিক্রম করছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কীভাবে তিনি কাশ্মীর সংকট নিরসন করবেন প্রশ্নে ট্রাম্প বলেন, যদি আমি পারি, যদি তারা আমার সহায়তা চান, আমি নিশ্চিতভাবে হস্তক্ষেপ করব।

গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কাশ্মীর সংকট মধ্যস্থতা কিংবা নিষ্পত্তিতে তার সহায়তা চেয়েছেন। যদিও তাৎক্ষণিকভাবে এ দাবি অস্বীকার করে ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম