Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানবিরোধী সামরিক জোট গঠনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান জার্মানির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০১:৫০ পিএম

ইরানবিরোধী সামরিক জোট গঠনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান জার্মানির

পারস্য উপসাগরে ইরানবিরোধী সামরিক জোট গঠনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি।

পারস্য উপসাগরে ইরানকে প্রতিহত করতে গত কিছু দিন ধরে আমেরিকা একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে এবং মঙ্গলবার এ ব্যাপারে ওয়াশিংটন বার্লিনকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। খবর স্পুটনিকের।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি জার্মানিসহ অন্য মিত্র দেশের সামনে পারস্য উপসাগরে একটি নৌ পর্যবেক্ষণ মিশন গঠনের প্রস্তাব উপস্থাপন করে এসব দেশকে তাতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জার্মান সরকার এ প্রস্তাবে নজর বুলিয়েছে; কিন্তু কোনো প্রতিশ্রুতি দেয়নি। পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বারবার আমাদের এ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে বলেছেন- যতটা সম্ভব উত্তেজনা কমিয়ে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে।

আমরা ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি। ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিকে আমরা প্রত্যাখ্যান করেছি।

এর আগে মঙ্গলবার বার্লিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টামারা স্টার্নবার্গ গ্রেল্লার এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে 'ইরানি আগ্রাসন' প্রতিহত করার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যোগ দিতে জার্মানির প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছি

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম