Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ১২:২৮ এএম

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

ছবি: গার্ডিয়ান

আফগানিস্তানে শুক্রবার অভিযান পরিচালনার সময় দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার ন্যাটো-নেতৃত্বাধীন সাপোর্ট মিশন এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। তবে সংঘর্ষের স্থান ও কাদের বিরুদ্ধে লড়াই চলছিল, তা প্রকাশ করা হয়নি।

এমন এক সময় এই ঘটনা ঘটেছে, যখন ১৮ বছরের আফগান যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।-খবর গার্ডিয়ান ও রয়টার্সের

২০২০ সালে মার্কিন নির্বাচনের আগেই আফগানিস্তান থেকে সেনা কমিয়ে আনার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন ঘোষণা দিয়েছেন।

নিহতদের স্বজনদের জানানোর আগে তাদের নাম গোপনীয় রাখা হবে। এর বাইরে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

এই ঘটনায় আফগানিস্তানে চলতি মাসে নিহত মার্কিন সেনার সংখ্যা তিন জনে এবং চলতি বছরে ১১ জনে গিয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্য অনুসারে এটা মার্কিন সেনাদের ওপর হামলা ছিল। কান্দাহারে এ হামলাটি হয়েছে।

আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী অভিযানে পরামর্শ দেয়ার জন্য ন্যাটো-নেতৃত্বাধীন মিশনের অংশ হিসেবে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা উপস্থিত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আলোচনা সত্ত্বেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। আফগানিস্তানের আগামী সেপ্টেম্বরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহের অফিসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম