প্রিন্স সালমানের গলার কাঁটা ইয়েমেন যুদ্ধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ০৩:০৩ এএম
ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এখন চরম মূল্য দিতে হচ্ছে সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে।
ইয়েমেন ইস্যুতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। খবর নিউইয়র্ক টাইমসের।
চার বছরের বেশি সময় ধরে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব জোটবদ্ধভাবে সামরিক আগ্রাসন চালাচ্ছে।
যদিও এখন পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি তারা। এই সামরিক আগ্রাসনের প্রধান দুটি লক্ষ্য হলো- পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফেরানো ও হুথি আসনারুল্লাহ আন্দোলনকে পণ্ড করা।
এমন অবস্থায় হতাশ সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি সহায়তা চেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিক এ তথ্য দিয়েছেন।
সে ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাহায্যের মধ্যে রয়েছে- গোয়েন্দাদের সহযোগিতা এবং মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েনের দাবি।
ইয়েমেন আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অস্ত্র ও রসদ দিয়ে সাহায্য করে আসছে।
সম্প্রতি সৌদি আরবে মার্কিন সেনা উপস্থিতি যুবরাজের কারণেই। সৌদির অন্য মিত্ররাও এটি ভালো চোখে দেখছে না। সব মিলিয়ে সৌদি যুবরাজ এখন চোখে শর্ষে ফুল দেখছেন।