কায়রো বিমানবন্দরে এক সপ্তাহের জন্য বন্ধ ব্রিটিশ এয়ারওয়েজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ০২:৫০ এএম
নিরাপত্তার কারণে এক সপ্তাহের জন্য মিসরের কায়রো বিমানবন্দরে ওঠানামা করবে না ব্রিটিশ এয়ারওয়েজের কোনো উড়োজাহাজ।
শনিবার ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে কায়রোগামী বিমানে ওঠার আগে যাত্রীরা এ ঘোষণা শুনে বেশ বিড়ম্বনায় পড়েন। খবর বিবিসির।
ব্রিটিশ এয়ার যাত্রীদের আরও জানায়, আগামী এক সপ্তাহে মধ্যে তাদের কোনো বিমান কায়রো যাচ্ছে না। তবে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিমান সংস্থাটির এক মুখপাত্র জানান, সারা বিশ্বে বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। এ কারণে কায়রোতে তাদের ভ্রমণ আরও নিরাপদ করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে যাত্রী ও বিমান ক্রুদের নিরাপত্তা সবার আগে।
অন্যদিকে শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানির লুফথেনসা এয়ারলাইনসও কায়রোগামী সব প্লাইট বন্ধ করে দেয়।