পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিধু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০৩:৫৫ এএম
ভারতে এ বছরের জাতীয় নির্বাচনের আগে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেয়া ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান নভজ্যোত সিং সিধু আবারও ডিগবাজি দিলেন।
মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে মতপার্থক্যের জেরে পাঞ্জাবের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসে যোগ দেয়া এ সাবেক ক্রিকেটার।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে লেখা একটি চিঠিতে ১০ জুন পদত্যাগের এ কথা জানিয়েছেন তিনি। ওই দিনই রাহুলের সঙ্গে দেখা করেছিলেন সিধু।
সিধুর পদত্যাগের পরই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে পাঞ্জাবের রাজনীতিতে। আম আদমি পার্টির পক্ষ থেকে ওই সাবেক ক্রিকেটারকে অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সিধু। কংগ্রেসে যোগ দেয়ার আগে দীর্ঘদিন বিজেপি নেতা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ ব্যাটসম্যান। অমরিন্দরের সঙ্গে গত কয়েক মাস ধরে বিবাদ চলছিল সিধুর।