Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত যুদ্ধবিমান না সরালে পাকিস্তান আকাশপথ খুলবে না

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ০৬:৪২ পিএম

ভারত যুদ্ধবিমান না সরালে পাকিস্তান আকাশপথ খুলবে না

ছবি: ডন অনলাইনের

উত্তেজনা কমাতে প্রতিবেশী ভারতের দিক থেকে উদ্যোগ না নেয়া হলে নিজেদের আকাশপথ খুলে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান।

দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব শাহরুখ নুসরাত একটি সংসদীয় কমিটিকে এমন কথা বলেছেন।

সিনেটের বিমানের স্থায়ী কমিটিকে তিনি বলেন, ভারতীয় যাত্রীদের যাতায়াতের জন্য আকাশপথ খুলে দিতে দেশটির সরকার আমাদের অনুরোধ জানিয়েছে। নিজেদের উদ্বেগের কথা তাদের আমরা জানিয়েছি। 

‘তা হল, ভারতকে সীমান্তবর্তী ঘাঁটি থেকে প্রথমে তাদের যুদ্ধবিমান প্রত্যাহার করে নিতে হবে।’

সিনেট কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট শহরের কাছেই বিমান হামলা চালায় ভারত। পরের দিনই নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

এতে দেশটির আকাশপথ দিয়ে ভারতীয় বিমানের আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম