চলন্ত গাড়িতে বিশালাকার সাপ ঢোকার চেষ্টা, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৭:০৪ এএম
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রাস্তায় ছুটে চলা একটি প্রাইভেটকারে বিশালাকারের এক সাপ ফণা তুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আর চালক ভয় না পেয়ে রীতিমতো গাড়ি চালিয়ে যাচ্ছে। তবে ব্যক্তিগত গাড়িটির চালক নিজের বুদ্ধিমত্তা দিয়ে সাপটিকে গাড়ি থেকে ফেলে দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়। ৫৩ সেকেন্ডর ওই ভিডিও নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
এটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস শহরের একটি রাস্তায়। দুই ব্যক্তি গাড়িতে করে যাওয়ার সময় তারা খেয়াল করেন, গাড়ির পাশ থেকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে একটি বিশালাকারের সাপ। তবে এটি কোথা থেকে হঠাৎ গাড়ির কাচে এসে উঠে পড়লো তা জানা যায়নি।
তবে চলন্ত গাড়িতে বিশালাকার সাপ দেখে ঘাবড়ে না যাওয়ার জন্য নেটিজেনরা ওই চালকের প্রসংশা করেছেন।
ফণা তুলে সাপটি গাড়ির সামনের কাচ দিয়ে ঢোকার ব্যর্থ চেষ্টা করলেও চালক সময় বুঝে গাড়ির ওয়াইপার চালু করে দেন। ফলে ওয়াইপারের ধাক্কা খেয়ে সাপটি গাড়ি থেকে ছিটকে পড়ে যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন pic.twitter.com/uYrtUfDnIP
— USA TODAY (@USATODAY) June 28, 2019