
প্রিন্ট: ১১ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম
পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ চান মমতা: সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
গত কয়েক বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার কথা জানিয়ে দাবি করে আসছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমবার বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় তিনটি নাম বাছা হয়- বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাবে কেন্দ্র জানায়, পৃথক নয়, সব ভাষাতেই এক নাম হতে হবে।
এর পর সর্বসম্মতির ভিত্তিতে ‘বাংলা’ নাম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আবারও প্রস্তাব পাঠায় রাজ্য।
কিন্তু টানা দ্বিতীয় মেয়াদে বিজেপি সরকার গঠনের পর দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবটি বাতিল করে দেন।
এ নিয়ে তিনবার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফিরিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম জি নিউজ এ বিষয়ে ‘পশ্চিমবঙ্গবাসীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে ‘বাংলা’ করুন, কেন্দ্রকে চিঠি মমতার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সেই প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করলে রাজ্যবাসীর ইচ্ছা ও আকাঙ্ক্ষাই প্রতিফলিত হবে। এমনটিই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রীয় সরকারের প্রতি মমতার আবেদন, পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছার মর্যাদা দিক সরকার।
কিন্তু এ প্রতিবেদন সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে শেয়ার করলে সেখানে পাঠকরা যেসব মন্তব্য করেছেন, তা ঠিক মমতার উল্টো কথাই বলছে।
মন্তব্যের ঘরে বেশিরভাগ মানুষই চাইছেন না পশ্চিমবঙ্গের নাম বাংলা হোক। অনেকে তো এ নিয়ে মমতাকে একরকম ধুয়ে দিচ্ছেন।
মন্তব্যের ঘরে সোনাই মাহিম নামের একজন লিখেছেন- আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ রাজ্যের নাম পাল্টে বাংলা হোক, আমি কখনই চাই না।
মমতার কড়া সমালোচনায় শুভদ্বীপ দেবনাথ লিখেছেন- মন্ত্রী আমাদের মত কবে নিলেন আবার?
একটু বেশিই ক্ষোভ প্রকাশ করে একজন মমতাকে পরামর্শ দিয়েছেন, দেশের নাম বদল না করে দেশের মধ্যে যারা খারাপ লোক আছে, তাদের বদলানোর চেষ্টা করুন। দেখি সেটিই হবে মহৎ কাজ। দেশের নাম বদলানো মহৎ কাজ নয়।
স্বাধীন মণ্ডল লিখেছেন- নাম বদলের বিষয়টি আমার ও আমাদের কারও পছন্দ নয়।
একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে কটাক্ষের তীর নিক্ষেপ করে লিখেছেন- মমতা কি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস মুছে দিতে চাইছেন?
একটু মজা করতে গিয়ে গোপাল দাস লিখেছেন- কিছু দিন পর বলবে বাংলাদেশের সঙ্গে যোগ করে দিন, যা আছে তাই থাক।
প্রসঙ্গত মমতার এই নাম বদলানোর অনুরোধকে খারিজ করে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যুক্তি দেখানো হয়েছে, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে ‘বাংলা’ রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে।
এমন যুক্তি খণ্ডনে মমতার জবাব, ‘পাঞ্জাব’ নামের প্রদেশ ভারত ও পাকিস্তান দুই দেশেই রয়েছে। তাতে তো কোনো দিন সমস্যায় পড়তে হয়নি ভারতকে। এ ছাড়া প্রতিবেশী দেশের নাম ‘বাংলা’ নয় বাংলাদেশ। পশ্চিমবঙ্গকে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ লেখা হয়- একই রাজ্যের দুই ভাষায় দুই নামও একটা সমস্যা।
মমতার এসব যুক্তিকে অনেকেই অকাট্ট বললেও পশ্চিমবঙ্গবাসী যে তাদের রাজ্যের নাম বদলে বাংলা করতে তেমন একটা আগ্রহী নয় তা জি নিউজের ওই সংবাদের ফেসবুক কমেন্টেই বোঝা যাচ্ছে।