Logo
Logo
×

আন্তর্জাতিক

কে এই রাজবধূ শেখ হায়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ১০:৩২ এএম

কে এই রাজবধূ শেখ হায়া

ছবি: নিউ ইয়র্ক টাইমস

রাজকন্যা শেখ হায়া সংযুক্ত আরব আমিরাত থেকে জার্মানি পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক সংকট দেখা দিয়েছে।

নিজের নিরাপত্তা দিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় দুবাইয়ের শাসক ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মুখতুমের এই ষষ্ঠ স্ত্রী দেশ ছাড়েন।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎ বোন শেখ হায়া দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

৪৫ বছর বয়সী এই রাজকন্যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ছিলেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন তিনি।

২০০৪ সালে শেখ মোহাম্মদকে বিয়ে করেন শেখ হায়া। তার অফিসিয়াল ওয়েবসাইট বলছে, শৈশব থেকে খেলাধুলা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে।

বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করা ছাড়াও রয়াল উইন্ডসোর হোরস সো’র সহসভাপতি তিনি। ইমেরেটস উমেনকে দেয়া এক সাক্ষাতকারে শেখ হায়া বলেন, আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। দৈনিক পত্রিকা ও সাময়িকীর প্রতি আমার আলাদা অনুরাগ আছে।

তার মেয়ে শেখ আল জলিলা ও ছেলে শেখ জায়েদকে নিয়ে সবসময় উচ্ছ্বসিত তিনি। আমিরাত থেকে পালিয়ে আসার সময় সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন তিনি।

শেখ হায়া ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পাশাপাশি স্বামীর কাছ থেকে ডিভোর্সও চেয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম