Logo
Logo
×

আন্তর্জাতিক

ডার লিয়েন ইউরোপীয় কমিশনে প্রথম নারী প্রেসিডেন্ট মনোনীত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০১৯, ১০:২২ এএম

ডার লিয়েন ইউরোপীয় কমিশনে প্রথম নারী প্রেসিডেন্ট মনোনীত

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ইউরোপীয় কমিশনের পরবর্তী প্রধান হিসেবে মনোনয়ন পেয়েছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের এই ঘনিষ্ঠ সহযোগীকে মঙ্গলবার মনোনয়ন দেয়া হয়। খরব বিবিসির।

এখন ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলে উরসুলা ভন ডার লিয়েন হবেন ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন ইউরোপীয় নেতাদের মনোনয়ন পাওয়ার পর চূড়ান্তভাবে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ভন ডার লিয়েনকে ৫৭১ সদস্যের ইইউ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে হবে।

পার্লামেন্ট সদস্যের সমর্থন পেলে কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জেন ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন তিনি। আশা করা হচ্ছে, আগামী ৩১ অক্টোবর নিজের পদ ছেড়ে যাবেন জাঙ্কার।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম