
মোদি-ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পণ্য রফতানির ক্ষেত্রে ভারতকে দেয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা (জিএসপি) বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী বুধবার থেকে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
শুক্রবার এক বিজ্ঞপ্তির ম্যাধমে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এ কথা ঘোষণা করেন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বাজারে মার্কিন পণ্যকে সুযোগসুবিধা দেয়া হয়নি। তাই জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) প্রকল্প থেকে ভারতের নাম বাতিল করাই যুক্তিযুক্ত। আগামী ৫ জুন থেকে ভারতের নাম বাতিল হয়ে যাবে।
এদিকে মার্কিন সরকারের এই পদক্ষেপকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।
শনিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক অনুরোধ মাথায় রেখে, দুই পক্ষই যাতে সমান সুযোগসুবিধা পায়, সে জন্য সমাধান বের করেছিল ভারত। কিন্তু মার্কিন সরকারের কাছে বিষয়টি গৃহীত হয়নি।