Logo
Logo
×

আন্তর্জাতিক

টয়লেট থেকে পানি নিয়ে তৈরি হচ্ছে চাটনি! (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ০৪:২৫ পিএম

টয়লেট থেকে পানি নিয়ে তৈরি হচ্ছে চাটনি! (ভিডিও)

ছবি: ইউটিউব

রাস্তার পাশে হরেক রকমের সুস্বাদু খাবারের লোভ সামলাতে পারেন না অনেকেই। বিশেষ করে তেঁতুল ও শুকনো মরিচের মিশ্রণে টক জাতীয় খাবারগুলো দেখলে যে কেউ ফুটপাতে দাঁড়িয়ে যান। অস্বাস্থ্যকর শব্দটি আর মাথায় আসে না তখন।

জিভের জল সংবরণ করতে না পেরে ছুটে যান সেই আচার বিক্রেতার কাছে। যদিও এসব মুখরোচক খাবারের পুষ্টিগুণ নিয়ে সর্বদাই প্রশ্ন রয়েছে। রয়েছে এসব খাবারের ক্ষতিকর দিকও, যা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে তুলে ধরা হয়।

তাই বলে আচার বা চাটনিতে ব্যবহার করা হলো টয়লেটের পানি! এবার এমন ঘটনাই ধরা পড়ল ক্যামেরায়।

তবে ঘটনাটি ভারতের মুম্বাই নগরীর ব্যস্ত রাস্তায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, খাবারের মধ্যে টয়লেটের পানি মিশিয়ে বিক্রি করছেন এক ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাশের রেল স্টেশনের টয়লেটের পানি দিয়ে ইডলির চাটনি তৈরি করছেন এক ইডলি বিক্রেতা। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে ধরা পড়েছে তার পানি মেশানোর পুরো ঘটনা।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতের এক ইডলি বিক্রেতা রেলের টয়লেট থেকে ক্যানে পানি ভরছেন। পরে তা নিয়ে গিয়ে ইডলির চাটনি বানাচ্ছেন।

 

 

এ নিয়ে একটি তদন্ত শুরু করেছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

ভিডিওটি প্রসঙ্গে এফডিএর মুম্বাই প্রধান শৈলেশ যাদব সংবাদমাধ্যমে বলেন, ভিডিওটি দেখেছি। ওই হকার ও অন্যান্য যারা ওভাবে ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই হকারকে ধরতে পারলে তার লাইসেন্সে কেড়ে নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম