Logo
Logo
×

আন্তর্জাতিক

আমরা ইরানের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত: ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ০৩:৫৫ এএম

আমরা ইরানের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা যখন তুঙ্গে, তখন হঠাৎ করেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জাপান সফররত ট্রাম্প সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ইরানে আমরা শাসনব্যবস্থার পরিবর্তন চাই না। এমনকি আমরা কোনো পরমাণু অস্ত্রও খুঁজছি না। তেহরান চাইলে আমরা এখনও নতুন করে পরমাণু চুক্তি করতে পারি।

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংকটের প্রসঙ্গ আসলে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

চার দিনের সরকারি সফরে মার্কিন প্রেসিডেন্ট এখন জাপানে অবস্থান করছেন। সেখানে ট্রাম্পকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেয় জাপান। শিনজো আবে ট্রাম্পের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী শিনজো আবে ইতোমধ্যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতা করার কথা বলেছেন এবং আমি বিশ্বাস করি ইরান জাপানের এ কথা রাখবে।

সরকারি সফরে গিয়ে ট্রাম্প এও বলেন, আমরা দেখছি, কী ঘটতে যাচ্ছে। কেউই ভয়ানক কিছু দেখতে চায় না। বিশেষ করে আমিও এ ধরনের কিছু দেখতে চাই না।

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, যদিও ট্রাম্প শান্তির কথা বলছেন, কিন্তু ইরানের সঙ্গে ‘যুদ্ধের বার্তা’ হিসেবে মধ্যপ্রাচ্যে অস্ত্র এবং সেনাসদস্য পাঠানো তিনি বন্ধ করছেন না।

জাপানে যাওয়ার আগেও পারস্য উপসাগরে আরও দেড় হাজার সৈন্য পাঠিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তুতি হিসেবে ‘তুলনামূলক ছোট’ পদক্ষেপ এটি।

এ ছাড়া তার নির্দেশে পারস্য উপসাগরে অবস্থান করছে মার্কিন এয়ারক্রাফট বাহক স্ট্রাইক গ্রুপ, বি-২৫ বোমা হামলার দ্রুততম স্থাপনাসহ বড় ধরনের সামরিক শক্তি।

অবশ্য ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন ইরানের সঙ্গে তারা যুদ্ধে যেতে চান না। শুধু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ বাঁচিয়ে রাখতে তৎপর।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম