Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-মার্কিন উত্তেজনার মধ্যস্থতা করতে চায় পাকিস্তান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ০১:৫৭ পিএম

ইরান-মার্কিন উত্তেজনার মধ্যস্থতা করতে চায় পাকিস্তান

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার ঘটনায় মধ্যস্থতার ভূমিকা রাখতে নিজের আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান। 

রাশিয়ার আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক ও আরব নিউজের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইসলামাবাদ সফরে গেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দরকার হলে এক্ষেত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত পাকিস্তান।

পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা যখন বাড়ছে, ইসলামাবাদ তখন এমন কথা জানিয়েছে।

পাকিস্তান বলছে, এ উত্তেজনার ঘটনায় তারা হতাশ। 

বৃহস্পতিবার দুদিনের সফরে পাকিস্তানে পা রাখেন জাভেদ জারিফ। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

ফয়সাল বলেন, পাকিস্তান সব ধরনের সহিংস উত্তেজনার বিরোধী এবং বড় ধরনের সংঘাত এড়িয়ে যাওয়ার পক্ষে।

পাকিস্তান সব ধরনের পরিস্থিতিতে সংলাপকে সমর্থন করে জানিয়ে তিনি বলেন, যদি সেখানে কোনো সমস্যা থাকে, তবে শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনার মাধ্যমে তার সমাধান করা উচিত। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম