Logo
Logo
×

আন্তর্জাতিক

পুলওয়ামায় গুলিতে ২ কাশ্মীরী তরুণ নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০১৯, ১২:২৫ পিএম

পুলওয়ামায় গুলিতে ২ কাশ্মীরী তরুণ নিহত

ছবি: এক্সপ্রেস নিউজ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামার পানজাম এলাকায় ভারতীয় বাহিনীর অভিযানে গুলিতে দুই কাশ্মীরী তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার রাতে এই অভিযানে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও বিশেষ অভিযান দল অংশ নেয়।খবর গ্রেটার কাশ্মীর ও এক্সপ্রেস নিউজের।  

এর আগে বৃহস্পতিবার রাতেও পুলওয়ামার কয়েকটি গ্রামে অভিযান চালায় ভারতীয় বাহিনী। এতে ৮ কাশ্মীরী নিহত হন। কয়েকটি ঘরে অগ্নিসংযোগও করা হয়।  

এদিকে রমজান মাসে ভারতীয় বাহিনীর চালানো এমন অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছে কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণ।

শুক্রবার দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম