Logo
Logo
×

আন্তর্জাতিক

মিয়ানমারের সেনাপ্রধানের টুইটার অ্যাকাউন্টও বাতিল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০১:৩৬ পিএম

মিয়ানমারের সেনাপ্রধানের টুইটার অ্যাকাউন্টও বাতিল

রোহিঙ্গা গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মিয়ানমারের সেনাপ্রধানের টুইটার অ্যাকাউন্টও বাতিল করা হয়েছে।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার অ্যাকাউন্টটি বাতিল করে টুইটার কর্তৃপক্ষ।  

দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি সপ্তাহে জেনারেল মিন অং হ্লয়াইংয়ের অ্যাকাউন্টটি বাতিল করা হয়।  এর আগে তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়।

গত সপ্তাহে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের সভাপতি তুন কিনহ সিলিকন ভ্যালিতে টুইটারের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সময় তিনি সেনাপ্রধানের টুইটার অ্যাকাউন্টের বন্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন।  অবশ্য গত এক বছর ধরে মিন অং তার টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করছেন না।

এরপরও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়াকে বড় বিজয় বলে আখ্যা দিয়েছেন তুন কিনহ।

২০১৭ সালে মিয়ানমারের সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

রোহিঙ্গাদের উচ্ছেদ, নির্যাতন, হত্যা, ধর্ষণের মূল পরিকল্পনাকারী হিসেবে সেনাপ্রধান মিন অং হ্লয়াইংয়ের নাম এসেছে বিভিন্ন তদন্ত প্রতিবেদনে।

তার বিরুদ্ধে সামজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগও রয়েছে।  

গত বছর জাতিসংঘ গণহত্যার দায়ে মিয়ানমারের জেনারেলদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানোর পর সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় দেয়া পোস্টে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে অস্বীকার করে তাদেরকে 'বাঙালি' বলে আখ্যা দিতেন সেনাপ্রধান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম